দুবাই পালাতে গিয়েও পারলেন না বাসিল রাজাপাকসে

শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে। ফাইল ছবি: রয়টার্স
শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে। ফাইল ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী ও শিগগির সাবেক হতে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই বাসিল রাজাপাকসে দুবাইতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

আজ ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন মতে, বিমানবন্দরে তাকে লোকজন চিনে ফেললে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে ছাড় দিতে অস্বীকৃতি জানান।

বাসিল রাজাপাকসে আজ মঙ্গলবার সকালে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল দিয়ে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু সেখানে উপস্থিত জনতা তাকে চিনে ফেলেন এবং তার বিদেশ যাত্রার বিষয়ে আপত্তি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবন্দরে বাসিল রাজাপাকসের অসংখ্য ছবি পাওয়া যাচ্ছে। তবে এ ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি এনডিটিভি।

সূত্ররা জানান, তিনি দিবাগত রাত সোয়া ১২টায় বিমানবন্দরের চেক ইন কাউন্টারে পৌঁছান এবং সেখানে রাত সোয়া ৩টা পর্যন্ত অপেক্ষা করেন। তবে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে ছাড় না দিলে তিনি বিমানবন্দর ছেড়ে চলে যান।

একই ভাবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকেও দেশ ছেড়ে যেতে দেয়নি দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কা ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংস্থার সদস্যরা বাসিল রাজাপাকসেকে ভিআইপি বহির্গমন লাউঞ্জে সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্চ থেকে ফিরিয়ে দেওয়া হয় বাসিল রাজাপাকসেকে
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্চ থেকে ফিরিয়ে দেওয়া হয় বাসিল রাজাপাকসেকে। ছবি: টিভি নাইন

অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে এ এস কানুগালা বলেন, 'শ্রীলঙ্কার অস্থিতিশীল পরিস্থিতিতে ইমিগ্রেশন কর্মকর্তারা কোনো শীর্ষ ব্যক্তিকে দেশ ছেড়ে না যেতে দেওয়ার প্রচণ্ড চাপে আছেন।

'আমরা আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। সুতরাং এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ইমিগ্রেশন কর্মকর্তারা সেবা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago