রাশিয়াকে অস্ত্রবাহী ড্রোন দেবে ইরান: হোয়াইট হাউস

ছবি: রয়টার্স ফাইল ফটো

ইউক্রেনে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরান পরাশক্তি রাশিয়াকে অস্ত্রবাহী ড্রোন দিতে যাচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন মতে, ইরান সরকার রাশিয়াকে কয়েক শ ড্রোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এগুলোর মধ্যে অস্ত্রবাহী ড্রোনও আছে।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান গণমাধ্যমকে বলেছেন, 'আমরা নিশ্চিত নই ইরান ইতোমধ্যে মনুষ্যবিহীন প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়াকে সরবরাহ করেছে কিনা। তবে ইরান যে সেসব ড্রোন চালানোর জন্য চলতি মাসেই রুশ সেনাদের প্রশিক্ষণ দিতে যাচ্ছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে।'

Comments