টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

আজ শনিবার ভোররাত ১২টা ৪০ মিনিটে ধনবাড়ী উপজেলার ধনবাড়ী-জামালপুর মহাসড়কের নল্ল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪ জন হলেন—জামালপুর সদর উপজেলার রামদেবপুর গ্রামের মৃদুল (১৫), হাসান (১৯) ও সাইদুল (২২) এবং টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সূতি পলাশ গ্রামের বাবুল কর্মকার (৫০)।

দুর্ঘটনার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আলতাফ হোসেন বলেন, 'একটি যাত্রীবাহী মিনিবাস ব্যাটারিচালিত রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ২ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত ২ জনকে উদ্ধার করে ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালে নেওয়ার পর আহত ২ জনকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।'

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম সজল ডেইলি স্টারকে বলেন, 'নিহতদের মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।'

'নিহত ৪ জনের মধ্যে ৩ জন ব্যাটারিচালিত রিকশার যাত্রী ছিলেন। অপরজন ছিলেন চালক', যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English
The BNP has submitted 62 constitutional reform proposals to the Constitution Reform Commission.

BNP unveils vision for ‘rules-based’ society

The BNP yesterday submitted to the constitution reform commission its 62 recommendations designed to establish a rules-based structure and ensure checks and balances of power.

8h ago