টাঙ্গাইলে কোটা আন্দোলনকারীদের মিছিলে লাঠি-রড নিয়ে ছাত্রলীগের হামলা, আহত ১

টাঙ্গাইল, কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ছাত্রলীগের হামলা,
মঙ্গলবার সকাল ১১টায় টাঙ্গাইল পৌরসভার সামনে হামলার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ছাত্রলীগের হামলায় ছত্রভঙ্গ হয়ে গেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল। ওই মিছিলে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার সকাল ১১টায় টাঙ্গাইল পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

পূর্বঘোষিত কর্মসূচি শুরু করার আগে সমবেত হওয়ার জন্য প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে শহিদ মিনারের দিকে যাচ্ছিল কোটা সংস্কার আন্দোলনকারী কিছু শিক্ষার্থী।

তাদেরকে 'মোকাবিলা' করার জন্য সকাল থেকেই শহিদ মিনারে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

মিছিল নিয়ে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা শহিদ মিনারের কাছে পৌঁছালে লাঠি ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে এক শিক্ষার্থীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারা।

আশেপাশে সতর্ক প্রহরায় ছিলো পুলিশ। তবে, এ ঘটনায় পুলিশকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

ছাত্রলীগের এই হামলার পর ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রেসক্লাবসহ শহিদ মিনারের আশপাশে বিচ্ছিন্নভাবে ঘুরতে দেখা যায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের।

Comments