৩০ হাজার মানুষ বাড়িতে ফিরলেও সিডনিতে এখনো জরুরি অবস্থা

ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির পশ্চিমাঞ্চল থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০ হাজার বাসিন্দাকে বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এই অনুমতি দেওয়া হয়।

তবে সিডনির আরও কয়েকটি অঞ্চলে বন্যার জরুরি অবস্থা এখনো শেষ হয়নি।

হান্টার অঞ্চল থেকে ৬ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও ৫ হাজার পরিবারকে যে কোনো মুহূর্তে চলে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

হান্টার ও মধ্য-উত্তর উপকূলে বন্যার আশঙ্কায় রাজ্যের উত্তরে অতিরিক্ত প্রতিরক্ষাকর্মী মোতায়েন করা হয়েছে।

রাজ্যের জরুরি পরিষেবা মন্ত্রী স্টিফ কুক গতকাল সতর্ক করে বলেছিলেন, সিডনিতে বন্যার পানি কমতে শুরু করলেও রাজ্যের অন্যান্য এলাকায় বিপর্যয় এখনো শেষ হয়নি।

তিনি আরও বলেন, যদিও বাসিন্দারা বাড়ি ফেরার জন্য উদগ্রীব তবু আমরা তাদের এই উচ্ছেদের আদেশকে সম্মান করতে বলছি।'

নিউ সাউথ ওয়েলস রাজ্যের হান্টার, ওলোম্বি, বুলগা ও ব্রোকসহ শহরতলীগুলো বন্যার কারণে বিচ্ছিন্ন রয়েছে।

প্রিমিয়ার ডমিনিক পেরোটেট প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সতর্কবার্তা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, অনুগ্রহ করে আত্মতুষ্ট হবেন না এবং এই বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানো শুরু করবেন না। কারণ এটি এখনো খুব বিপজ্জনক হতে পারে।

তিনি আরও বলেন, 'আপনাদের শুধু মনে করিয়ে দিতে চাই যে বন্যার পানি নামতে শুরু করলেও রাস্তার ক্ষতি সম্পর্কে আপনি অবগত নন।'

ফেডারেল সরকার নিউ সাউথ ওয়েলস রাজ্যের বন্যা দুর্গতদের জন্য ১ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ২৩ এলাকার বাসিন্দাদের জন্য এই অর্থ এককালীন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আগামীকাল শুক্রবার থেকে দুর্গতরা এই অর্থ পেতে শুরু করবেন।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়াপ্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

24m ago