‘অবসরপ্রাপ্ত প্রেমিক’ নাটকে কলকাতার ঋষি কৌশিকের সঙ্গে আঁচল

অবসরপ্রাপ্ত প্রেমিক নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
অবসরপ্রাপ্ত প্রেমিক নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

কলকাতার ছোট পর্দার অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের নায়িকা আঁচল।

আরটিভির ঈদুল আযহা ২০২২ বিশেষ আয়োজন 'অবসরপ্রাপ্ত প্রেমিক' নাটকে দেখা যাবে এ জুটিকে।

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরটিভি দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছে।

অবসরপ্রাপ্ত প্রেমিক নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
অবসরপ্রাপ্ত প্রেমিক নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা আঁচল 'জটিল প্রেম', 'কিস্তিমাত' ও 'সুলতানা বিবিয়ানা' সহ অনেক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন।

ঋষি কৌশিক অভিনীত 'এখানে আকাশ নীল', 'ইষ্টি কুটুম' ও 'মুখোশ মানুষ' নাটকগুলো কলকাতায় আলোচিত।

অবসরপ্রাপ্ত প্রেমিক নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
অবসরপ্রাপ্ত প্রেমিক নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

গত ঈদে গায়িকা পড়শীর সঙ্গে 'মারিয়া ওয়ান পিস' নাটকে অভিনয় করেছিলেন ঋষি।

 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

2h ago