ঈদের রাতে ব্যাচেলর’স কোরবানি
কাজল আরেফিন অমি পরিচালিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট'র বিশেষ পর্ব "ব্যাচেলর'স কোরবানি" এবার দর্শকরা দেখতে পারবেন ঈদুল আজহার দিন রাত ৯টায়।
নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসলে, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, শিমুল ও মুনিরা মিঠু।
এ বিষয়ে কাজল আরেফিন অমি দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ঈদের পর থেকে দর্শকরা নতুন বিশেষ পর্বের জন্য অপেক্ষা করে আছেন। নাটকটি ঈদের দিন রাত ৯টায় প্রচারিত হবে। ঈদে কোরবানির গরু কেনাসহ ব্যাচেলরদের নানা কাণ্ডকারখানা নিয়ে নাটকটি ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।'
Comments