কুসুম শিকদার, ইমনের উপস্থাপনায় ‘তারার মেলা’

কুসুম শিকদার ও ইমন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশন আসন্ন ঈদে তারকাশিল্পীদের নিয়ে নির্মাণ করেছে ম্যাগাজিন অনুষ্ঠান 'তারার মেলা'। মজার মজার কথার ছলে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কুসুম শিকদার ও ইমন।

অনুষ্ঠানের প্রতিটি পর্বেই থাকছে চমক। নাচ-গান, অভিনয়, ফান, গেম শো ও আড্ডায় ভরপুর এই অনুষ্ঠানে দর্শকরা দেখতে পাবেন ওমর সানী, ডিপজল, নিপুণ, শবনম বুবলী, তানজিন তিশা, ইমরান, কণা ও নিশিতা বড়ুয়ার পরিবেশনা।

ইভান শাহরিয়ারের কোরিওগ্রাফিতে ৩টি গানের কোলাজে নাচবেন শবনম বুবলী ও তানজিন তিশা। নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন ইমরান, কণা ও নিশিতা বড়ুয়া।

ছবি: সংগৃহীত

'আকাশ প্রদীপ জ্বলে' গানটির সঙ্গে ভিন্ন আঙ্গিকে দেখা যাবে চিত্রনায়িকা নিপুণকে। বিশেষ পর্বে অংশ নেবেন ওমর সানী ও ডিপজল।

অনুষ্ঠানের প্রযোজক নূর আনোয়ার রনজু দ্য ডেইলি স্টার বলেন, 'এ সময়ের জনপ্রিয় কয়েকজন তারকাকে নিয়ে আমরা দর্শকদের ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, এই অনুষ্ঠানটি উপভোগ্য হবে।'

'তারার মেলা' ঈদের ৩য় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

1h ago