দ. এশিয়ায় বিশ্বব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার
অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞ মার্টিন রাইসারকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ব্যাংকিং সম্পর্ক পরিচালনা করবেন।
এ অঞ্চলে তিনি প্রায় ৫৫ বিলিয়ন ডলার সমমূল্যের প্রকল্প ও প্রযুক্তিগত সহায়তার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
'বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়ার একটি দৃঢ় অংশীদার' উল্লেখ করে মার্টিন রাইসার বলেন, 'এ অঞ্চলের দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজ, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ভিত্তি স্থাপনে কাজ করে যাবো।'
জার্মান নাগরিক রাইসার জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রী এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সেস থেকে ইকোনমিক্স অ্যান্ড ইকোনমিক হিস্ট্রিতে ডিগ্রি অর্জন করেছেন।
Comments