চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ঈদের নাটক ‘হুনি বেয়ারি’

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের নাটক 'হুনি বেয়ারি'। চট্টগ্রাম শহরের বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে।

 নাটকের প্রধান ৩ চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম।

চিত্রলেখা গুহ এই নাটকে অভিনয় করেছেন শুঁটকি ব্যবসায়ীর চরিত্রে।

হুনি বেয়ারির শুটিং। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'নাটকের সংলাপগুলো খুব মজার। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নাটকটি দর্শকদের ভালো লাগবে।'

হুনি বিয়ারি নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াত শিবলী।

ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'ঈদের নাটকে দর্শকরা বাড়তি বিনোদন পছন্দ করেন। সেইদিক বিবেচনা করে এই নাটকটি নির্মাণ করেছি। গাজী টিভিতে প্রচারিত হবে নাটকটি।'

Comments