শিক্ষক হত্যা: জিতুর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

আশরাফুল ইসলাম জিতু। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজে শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় ‍র‌্যাবের হাতে গ্রেপ্তার প্রধান আসামি আশরাফুল ইসলাম ওরফে জিতুর (১৯) ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তার রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান। 

তিনি জানান, জিতুকে সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব। তারপর পরই তাকে ১০ দিনের রিমান্ড আদালতে পাঠানো হয়েছে। 

গত শনিবার দুপুরে হাজী ইউনুস আলী কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলার সময় পেছন থেকে শিক্ষক উৎপলের ওপর কাঠের স্টাম্প দিয়ে হামলা করে জিতু। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক দিন পর রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এ ঘটনায় রোববারেই নিহতের ভাই অসীম কুমার সরকার বাদি হয়ে আশুলিয়া থানায় জিতুর নামে একটি মামলা করেন। 

গতকাল বুধবার গাজীপুরের শ্রীপুরের নগরহাওলা এলাকা থেকে জিতুকে গ্রেপ্তার করে র‍্যাব। এর আগে বুধবার ভোরে জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। জিতুর বাবাকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

 

Comments