ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মার্কোস জুনিয়র

শপথ নিচ্ছেন ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র।
শপথ নিচ্ছেন ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র। ছবি: রয়টার্স

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট মার্কোস 'বংবং' জুনিয়র আজ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।

আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে গত মাসের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। ঠিক ৩৬ বছর আগে তার পিতা, দেশটির সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, এশিয়ার  সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক পরিবারগুলোর মধ্যে অন্যতম এ পরিবারের ক্ষমতায় ফিরে আসা একটি চমকপ্রদ ঘটনা।

শপথ নেওয়ার পর দেওয়া বক্তব্যে বংবং মার্কোস জনহিতৈষী রাজনীতির মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

'আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, সুতরাং ভয় পাবেন না', যোগ করেন মার্কোস জুনিয়র।

শপথ গ্রহণ অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন তার পরিবার পরিজন, বোন ইমি, একজন সিনেটর এবং তার ৯২ বছর বয়সী মা ইমেলদা।

সাবেক ফার্স্ট লেডি ও মা ইমেলদা মার্কোসের সঙ্গে বংবং মার্কোস। ছবি: রয়টার্স

৩০ মিনিটের বক্তব্যে মার্কোস জুনিয়র শিক্ষা খাতের সংস্কার, খাদ্য নিরাপত্তার, অবকাঠামো, পয়ঃনিষ্কাশন ও জ্বালানি সরবরাহ খাতের উন্নয়ন এবং বিদেশে কর্মরত রেমিট্যান্স কর্মীদের প্রতি পূর্ণ সহায়তা দেওয়ার অঙ্গীকার করেন।

মার্কোস জুনিয়র বলেন, 'আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তার পূর্ণ গুরুত্ব আমি অনুধাবন করছি। আমি এটাকে হালকা ভাবে নিচ্ছি না এবং আমি এই দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত।'

'আমি এই দায়িত্ব পালনে বদ্ধপরিকর', যোগ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago