বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ফিলিপাইন
বাংলাদেশ, ভারত, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়াসহ ১০ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে ফিলিপাইন।
আগামী সোমবার থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মুখপাত্র হ্যারি রোক।
রয়টার্স জানায়, আজ শনিবার তিনি এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে এপ্রিল মাস থেকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। জুলাই মাসে আবারো এই নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়।
রোকে বলেন, এসব দেশ থেকে ফিলিপাইনে প্রবেশের পর থেকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।
Comments