২০৫৭ সালের মধ্যে টোল থেকে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় উঠে আসবে: ওবায়দুল কাদের

ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

পদ্মা সেতু থেকে আদায় করা টোলের মাধ্যমে ২০৫৭ সাল নাগাদ সেতু নির্মাণের ব্যয় উঠে আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে আদায় করা টোল দিয়ে ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে সরকারের দেওয়া সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ হিসেবে ২০৫৭ সাল নাগাদ টোল আদায়ের মধ্য দিয়ে পদ্মা সেতুর জন্য ব্যয়িত অর্থ উঠে যাবে।'
 

Comments

The Daily Star  | English

London trip: Khaleda leaves home for airport

The air ambulance, sent by the emir of Qatar, is scheduled to depart at 10:00pm

Now