সয়াবিন তেলের দাম কমলো লিটারে ৬ টাকা

দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমানো হয়েছে। আজ রোববার দাম কমানোর এ ঘোষণা দিয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীরা।

ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করেছে ১৯৯ টাকা। ৫ লিটারের বোতলের দাম পড়বে ৯৮০ টাকা। এছাড়া, খোলা প্রতি লিটার সয়াবিন তেল পাওয়া যাবে ১৮০ টাকায়।

আগামীকাল সোমবার থেকে এই মূল্য কার্যকর হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠনটি।

আজ দুপুরে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ দেশের বাজারে দুই-এক দিনের মধ্যে ভোজ্যতেলের দাম কমার ইঙ্গিত দিয়েছিলেন। পরিবর্তিত দাম সমন্বয়ের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও ভোজ্য তেলের দাম কমবে। তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সয়াবিন তেলের দাম কমার ঘোষণা এলো।

এর আগে গত ৯ জুন সয়াবিন তেলের দাম বেড়েছিল প্রতি লিটারে ৭ টাকা। বর্তমানে দেশের বাজারে সয়াবিন তেলের ১ লিটার বোতলের দাম রাখা হচ্ছে ২০৫ টাকা। ৫ লিটারের বোতলের দাম ৯৯৭ টাকা, আর খোলা সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৮৫ টাকা।

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago