পায়ে হেঁটে পদ্মা সেতুতে হাজারো মানুষ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধনের পর সেতুতে পায়ে হেঁটে উঠেছেন হাজারো মানুষ।
আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি সেতু পার হওয়ার পর সেতুর মাওয়া প্রান্ত খুলে দেওয়া হয়।
এই সুযোগে পায়ে হেঁটে হাজারো মানুষ উঠে পড়েন সেতুর ভায়াডাক্টে। তবে, মূল সেতুতে উঠে যাওয়ার আগেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়।
আগামীকাল সকাল ৬টা থেকে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে।
এর ফলে সেতুতে তৈরি হয়েছে বিশৃঙ্খলাও। সেতুর ওপরে মানুষের ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য।
আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে সেতুর ওপর থেকে মানুষকে নামিয়ে দিতে।
যশোরের বাবু দাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখানে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছি। নাতনীকে নিয়ে পদ্মা সেতু দেখতে এসেছি। আমাদের পদ্মা পাড়ি দিয়ে বাড়ি যেতে অনেক কষ্ট হতো। এখন থেকে আর হবে না।'
মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা আব্দুস সাত্তার (৬০) সেতুর ওপর থেকে বলেন, 'আমরা এই এলাকারই মানুষ। এখানে লাখো মানুষকে দেখতাম পদ্মা পার হতে কত কষ্ট করতে হয়েছে। তাদের এই কষ্ট লাঘব হবে। প্রথম দিনে সেতুটা দেখার জন্য তাই চলে এসেছি।'
Comments