রুশ সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ৪

রুশ সামরিক পরিবহন উড়োজাহাজ ইলিউশিন আইএল-৭৬
রুশ সামরিক পরিবহন উড়োজাহাজ ইলিউশিন আইএল-৭৬। ছবি: ব্রিটানিকা

রাশিয়ার পশ্চিমাঞ্চলের শহর রিয়াজানে অবতরণের সময় একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। ফলে ৪ যাত্রী নিহত হন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আজ জানা গেছে, ইলিউশিন আইএল-৭৬ উড়োজাহাজটিতে মোট ৯ জন যাত্রী ছিলেন।

আজ শুক্রবার এই দুর্ঘটনায় আহত বাকি ৫ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একটি পৃথক বার্তায় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, একটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে উড়োজাহাজটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।

মন্ত্রণালয় নিহত ক্রুদের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানায়নি।

 

Comments