উড়োজাহাজ বিধ্বস্তে জড়িতদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া: আজারবাইজান

আজারবাইজান এয়ারলাইনসের বিধ্বস্ত উড়োজাহাজটি। ছবি: রয়টার্স

রাশিয়া উড়োজাহাজ বিধ্বস্তের পেছনে জড়িতদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে আজারবাইজান।

বাকুর অভিযোগ, তাদের উড়োজাহাজটি রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে হামলার শিকার হয়েছিল।

আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ২৫ ডিসেম্বর আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে রওয়া দেওয়া একটি যাত্রীবাহী উড়োজাহাজ কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়, যাতে ৬৭ আরোহীর মধ্যে ৩৮ জন নিহত হন।

রোববার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দাবি করেন, গ্রোজনি বিমানবন্দরে নিয়মিত অবতরণের সময় রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় উড়োজাহাজটি। এজন্য তিনি মস্কোর দায় স্বীকারের ও জড়িতদের শাস্তির দাবি জানান।

রাশিয়া এখনো হামলার ব্যাপারটি স্বীকার করেনি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলিয়েভকে ফোনে জানান, ঘটনার সময় গ্রোজনির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং রাশিয়ার আকাশসীমায় এমন ঘটনা ঘটায় তিনি দুঃখিত।

আজারবাইজানের জেনারেল প্রসিকিউটর সোমবার এক বিবৃতিতে জানান, রাশিয়ার তদন্ত কমিটির প্রধান ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত ও শাস্তি দিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বাকুকে আশ্বস্ত করেছেন।

রোববার প্রেসিডেন্ট আলিয়েভ তীব্র সমালোচনা করে মস্কোর বিরুদ্ধে অভিযোগ আনেন, তারা উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনার আসল কারণ গোপন করার চেষ্টা করছে।

মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, চেচনিয়ার গ্রোজনি শহরে উড়োজাহাজটি অবতরণের সময় ঘন কুয়াশা বিরাজ করছিল এবং ইউক্রেনীয় ড্রোন হামলার শিকার হচ্ছিল রাশিয়া।

শুরুতে পাখির আঘাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছিল মস্কো।

Comments

The Daily Star  | English

The honeymoon period of the interim government is over

What started as a moment of hope—a chance to break free from the chains of authoritarian rule—has increasingly turned into a struggle for meaningful reform.

1d ago