ঢাকা-আরিচা মহাসড়কে ৩ কিলোমিটার যানজট

ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: আকলাকুর রহমান আকাশ

ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে হেমায়েতপুর থেকে তুরাগ ব্রিজ এলাকা পর্যন্ত ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের মহাসড়কে চলমান সংস্কার কাজের জন্য এমন যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

রাত সোয়া ৮টার দিকে মহাসড়কে এই প্রতিবেদক যানজটের চিত্র অপরিবর্তিত দেখতে পান।

ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আব্দুস সালাম বলেন, আমাদের না জানিয়েই মহাসড়কের একটি লেন বন্ধ করে সড়ক ও জনপথ বিভাগ সড়কের কাজ করায় এমন যানজটের সৃষ্টি হয়েছে, আমাদের ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন।

জানতে চাইলে, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মারুফ হোসেন বলেন, 'এটা আমাদের নিয়মিত সংস্কার কাজের অংশ, তবে এতটা জ্যাম হওয়ার কথা নয়। বৃহস্পতিবার হওয়ায় গাড়ির চাপ একটু বেশি থাকায় এমনটা হতে পারে। তবে আর কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।'

Comments

The Daily Star  | English

Corruption still a significant obstacle to doing business in Bangladesh: CPD 

Around 17% of businesses identified corruption as biggest challenge, according to a CPD survey 

46m ago