‘নিষেধাজ্ঞার পরও বাংলাদেশে দেড় লাখ টন গম রপ্তানি করেছে ভারত’

ছবি: রয়টার্স ফাইল ফটো

গত ১৩ মে গম রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপের পর থেকে ভারত প্রতিবেশী বাংলাদেশে দেড় লাখ টন গম রপ্তানি করেছে বলে জানিয়েছেন দেশটির খাদ্য সচিব সুধাংশু পান্ডে।

গতকাল বুধবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

খাদ্য সচিব সুধাংশু পান্ডে বলেন, 'অনেক দেশ ভারত থেকে গম আমদানির অনুরোধ জানিয়েছে। আমরা সে বিষয় নিয়ে আলাপ করতে চাই না, এটা পররাষ্ট্র নীতির বিষয়।'

তিনি জানান, এই সময়ের মধ্যে ভারত প্রতিবেশী বাংলাদেশে দেড় লাখ টন গম রপ্তানি করেছে।

ভারতের খাদ্য ও সরকারি বিতরণ বিভাগের যুগ্মসচিব পার্থ এস দাস গণমাধ্যমকে জানান, ১ এপ্রিল থেকে ২২ জুনের মধ্যে ভারত ২৯ লাখ ৭০ হাজার টন গম ও ২ লাখ ৫৯ হাজার টন আটা রপ্তানি করেছে।

অন্য দেশ থেকে গম আমদানির অনুরোধ অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার জন্য নিযুক্ত কমিটির প্রধান পার্থ এস দাস বলেন, বেশ কয়েকটি দেশ থেকে গম আমদানির অনুরোধ এসেছে। সেগুলো 'বিবেচনাধীন' আছে।

অভ্যন্তরীণ বাজারে গমের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণে আনতে ভারত গত ১৩ মে থেকে গম রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

গম রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপের পর ভারত থেকে আটা রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ফলে অভ্যন্তরীণ বাজারে আটার দাম বেড়েছে। বিষয়টির ওপর ভারত সরকার নজর রাখছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Comments

The Daily Star  | English

Secretariat entry passes for all private individuals cancelled

The government has suspended entry passes of all visitors, including journalists, to the Bangladesh Secretariat, citing "security concerns" following a recent fire incident

Now