ঢাবির ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

ছবি: গুগল ম্যাপ থেকে নেওয়া

রাজধানীর চাঁনখারপুল মোড়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নাজমুল হক সুমন আজ বুধবার শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার দ্য ডেইলি স্টারকে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

গুরুতর আহত ওই ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভিযোগে নাজমুল হক সুমন জানান, গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি গাড়ি চালিয়ে ক্যাম্পাস পার হচ্ছিলেন। এ সময় শামসুন নাহার হলের সামনে থেকে অন্তত ৭ শিক্ষার্থী মোটরসাইকেলে তাকে অনুসরণ করছিলেন।

তিনি চাঁনখারপুল মোড়ে পৌঁছালে তারা তার গাড়িতে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেয় এবং গাড়িটি দিয়ে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ করে।

পরে তারা সুমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং তার কাছ থেকে ফোন, মানিব্যাগ ও প্রাইভেটকারের চাবি ছিনিয়ে নেয় এবং তাকে মারধর করে।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও একজন প্রশাসনিক কর্মকর্তা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি।

নাজমুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'তারা আমাকে হত্যার হুমকি দিয়ে আমার ফোন, মানিব্যাগ ও প্রাইভেটকার ছিনিয়ে নেয়। পরে আমি অন্য এক ছাত্রের সাহায্য নিয়ে সেগুলো ফেরত পেয়েছি।'

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।'

Comments