নেত্রকোণায় বন্যার পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নেত্রকোণার বন্যা পরিস্থিতি। ছবি: সংগৃহীত

নেত্রকোণার মদন উপজেলায় বন্যার পানিতে তলিয়ে হাফিজুর রহমান (৫৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই শিক্ষকের স্বজনরা তাকে পানি থেকে তুলে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাফিজুর রহমান মদন পৌরশহরের এমদাদপুর গ্রামের আব্দুর রহমান ভূঁইয়ার ছেলে। তিনি একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, হাফিজুর রহমান তার বাড়ির সামনের রাস্তায় বন্যার পানিতে পড়ে তলিয়ে যান।

Comments