৬.১ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে অন্তত ৩০০ নিহত, ৫০০ আহত

হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ছবি: বিবিসির ভিডিও থেকে নেওয়া
হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ছবি: বিবিসির ভিডিও থেকে নেওয়া

দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের দুর্গম এলাকায় ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০০ জন নিহত ও ৫০০ জন আহত হয়েছেন।

আজ যুক্তরাজ্যের সংবাদ সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে। পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও ভূকম্পন অনুভূত হয়।

তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাই জানান, শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

'দুর্ভাগ্যজনকভাবে, ৩০০ বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন', যোগ করেন তিনি।

এর আগে প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক উপমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে জানান, মৃতের সংখ্যা ৯২০ ছাড়িয়ে যেতে পারে।

এছাড়াও, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবি জানান, পাকটিকা প্রদেশে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে ২৫৫ জন নিহত হন এবং ২০০র চেয়েও বেশি মানুষ আহত হন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান। 

আফগান গণমাধ্যমে প্রচারিত ছবিতে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে যেতে দেখা গেছে।

পাকিস্তানে ১ ব্যক্তির মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। 

আজ বুধবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, খোস্ত শহর থেকে ৪৪ কিমি দূরে, পাকিস্তানের সীমান্তের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি ৫১ কিমি গভীরতায় আঘাত হানে।

গণমাধ্যমের সংবাদ মতে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা আরও জানায়, কমপক্ষে ১০০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য হেলিকপ্টার এনেছে এবং দাতা সংস্থার প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে। কিন্তু ভূমিকম্পের মূল ঘটনাস্থলটি বেশ দুর্গম জায়গায় থাকায় সেখানে পৌঁছাতে সমস্যা হচ্ছে।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলোজিক্যাল সেন্টারের (ইএমএসসি) এক টুইটার বার্তায় জানায়, প্রায় ৫০০ কিমি জায়গা জুড়ে পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের মোট ১১ কোটি ৯০ লাখ মানুষ ভূকম্পন অনুভব করেছেন।

পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, পাঞ্জাব ও খাইবার পাখতুনখা প্রদেশে ভূকম্পন অনুভূত হয়েছে।

এই ভূমিকম্প এমন এক সময় আঘাত হানলো, যখন আফগানিস্তান তালেবান শাসনে চরম অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে।

তালেবান ক্ষমতা দখলের পর বিভিন্ন দেশের সরকার আফগানিস্তানের ব্যাংকিং খাতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং উন্নয়ন তহবিল আটক করেছে।

 

Comments

The Daily Star  | English

Why gold costs more in Bangladesh than in India, Dubai

Gold prices in Bangladesh continue to soar, leaving many to wonder why the precious metal costs more here than in neighbouring India or the global trading hub Dubai.

1h ago