বানভাসিদের জন্য কনসার্টে গাইবে চিরকুট

chirkutt
চিরকুট। ছবি: সংগৃহীত

'বিশ্ব সংগীত দিবস' উপলক্ষে প্রতি বছরই নানান আয়োজন করে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ। এবারও কনসার্টের আয়োজন করেছে তারা। যেখানে সংগীত পরিবেশন করবে ব্যান্ড দল 'চিরকুট'।

সিলেট ও সুনামগঞ্জের লাখো বানভাসি মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ দিন পার করছেন। তাই এবারের কনসার্টে বন্যাদুর্গতদের জন্য তহবিল সংগ্রহ করাও তাদের উদ্দেশ্য।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ চত্বরে শুরু হবে চিরকুটের পরিবেশনা। এই কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

এই কনসার্টে সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হবে।

১৯৮১ সালে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং বিশ্ব সংগীত দিবসের শুরু করেন। সেই থেকে প্রতি বছরের ২১ জুন ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে 'বিশ্ব সংগীত দিবস' পালিত হচ্ছে।

Comments

The Daily Star  | English

Bangladesh lags behind in rooftop solar race

Despite significant potential for rooftop solar energy, Bangladesh has lagged behind in development, while Vietnam has emerged as a regional leader in the sector

1h ago