দিনাজপুরের পৌর মেয়রকে বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

দিনাজপুর পৌরসভার মেয়র ও স্থানীয় বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

সৈয়দ জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা সরকারি আদেশের ওপর আদালত এক বছরের জন্য এই স্থগিতাদেশ দেন। একইসঙ্গে আদালত একটি রুল জারি করে সরকারের কাছে জানতে চেয়েছেন কেন তার বরখাস্তের আদেশকে অবৈধ ঘোষণা করা হবে না।

বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

সরকারের বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সৈয়দ জাহাঙ্গীর আলমের করা রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

এর আগে, আর্থিক অনিয়মের অভিযোগে চলতি বছরের ১৫ জুন জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

জাহাঙ্গীরের আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল আদালতকে জানান, তার মক্কেল কোনো অনিয়ম করেননি। সরকার রাজনৈতিক কারণে তাকে সাময়িক বরখাস্ত করে।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

33m ago