রাজধানীতে থেমে থেমে, সিলেটসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজধানীতে আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি: ফাইল ফটো/ পলাশ খান

রাজধানী ঢাকাতে আজ সোমবার সারাদিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।'

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ২৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে শূন্য দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিলেটের শ্রীমঙ্গলে ৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

No sharp rise in crime, data shows stability: govt

The interim government today said that available data does not fully support claims of a sharp rise in crimes across Bangladesh this year

51m ago