সিলেটে বন্যা-বজ্রপাত-বিদ্যুৎস্পৃষ্টে ৫ দিনে অন্তত ৯ জনের মৃত্যু
সিলেট বিভাগে গত ৫ দিনে বন্যা, বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
এ ছাড়া, বন্যায় নানাভাবে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কমপক্ষে ৮ জন ভর্তি আছেন।
মৃতদের মধ্যে সিলেট নগরীর রায়নগর এলাকায় গত শনিবার যুবলীগ নেতা টিটু চৌধুরী মারা যান। কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ জন মারা গেছেন। বিশ্বনাথ উপজেলায় এক বছর বয়সী শিশু নৌকা থেকে পড়ে স্রোতে ভেসে গেছে।
সুনামগঞ্জের ছাতকে বন্যার পানির স্রোতে ৫ জন ভেসে গেছেন। ছাতকের স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিককে উদ্ধৃত করে ডা. হিমাংশু লাল রায় ডেইলি স্টারকে আজ সকালে এ তথ্য জানিয়েছেন। একই জেলায় আরও ২ জন বজ্রপাতে মারা গেছেন।
ডা. হিমাংশু ডেইলি স্টারকে বলেন, 'গত ১৫ জুন বন্যা শুরুর পর থেকে সুনামগঞ্জের একটি ছাড়া আর কোনো উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। অধিকাংশ এলাকার সংবাদ আমাদের কাছে নেই। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।'
Comments