সিলেট উপশহর এখনো পানির নিচে

সিলেট শহরের সোবহানিঘাট এলাকা। ২০ জুন ২০২২। ছবি: মওদুদ আহম্মেদ সুজন/স্টার

প্রায় ২ দিন জলমগ্ন থাকার পর গতকাল রোববার বিকেল থেকে সিলেট নগরীর বিভিন্ন সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। তবে সুরমা নদীর কূলবর্তী সিলেট উপশহর ও সংলগ্ন মহল্লাগুলো এখনো হাঁটু পানির নিচে।

আজ সোমবার সকালে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পঞ্চাশোর্ধ সিএনজি চালক মো. রমজান আলী দ্য ডেইলি স্টারকে জানান, মাজার রোড, বিমানবন্দরের সড়কসহ অনেক এলাকায় গতকাল বিকেল পর্যন্ত পানিতে ডুবে ছিল। এরপর কমতে শুরু করে।

আজ সোমবার সুরমা নদীর শাহজালাল ৩ নং সেতুর চিত্র। ছবি: মওদুদ আহম্মেদ সুজন/স্টার

তবে নগরীর আম্বরখানা এলাকা যেখানে রমজান আলী পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন সেখানে পানি ওঠেনি বলেও রমজান জানান।

নগরবাসী ঘরবন্দি থাকায় গত ৩ দিন ধরে রমজান আলী সিএনজি নিয়ে তেমন একটা বের হননি। তবে আজ মানুষের চলাচল বেড়েছে।

নগরীর বিভিন্ন সড়কে রেস্তোরাঁসহ দোকানপাট খুলতে শুরু করেছে। বৃষ্টির মধ্যেই সবজির বাজার বসতে দেখা গেছে।

এ দিকে গতরাতে মাঝারি বৃষ্টি হলেও আজ ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত তুমুল বৃষ্টি হয়। ফলে নগরীর হুমায়ুন রশীদ চত্বরে ঢাকাসহ বিভিন্ন গন্তব্য থেকে আসা লোকজন বৃষ্টিতে আটকা পড়েন।

সকাল ৭টার দিক থেকে বৃষ্টির মাত্রা কমলেও গুড়ি গুড়ি বৃষ্টি চলতে থাকে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago