ইভিএমের বিপক্ষে জাতীয় পার্টি

আসন্ন জাতীয় নির্বাচনে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিপক্ষে মত দিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

আজ রোববার নির্বাচন কমিশনের আমন্ত্রণে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, 'ইভিএম নিয়ে জনগণের মাঝে অনেক রং কনসেপশন আছে। আজকের সভায় আসার আগে আমাদের প্রেসিডিয়াম মিটিং করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে, জাতীয় নির্বাচনে ইভিএম দরকার নেই। প্রচলিত পদ্ধতিতে অর্থাৎ ব্যালটেই নির্বাচন হতে পারে।'

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, 'যদি সিদ্ধান্ত হয় যে ইভিএমে নির্বাচন হবে, তখন জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে নির্বাচনে অংশ নেবে কি নেবে না।'

আজ নির্বাচন কমিশন বৈঠকের জন্য ১৩টি দলকে আমন্ত্রণ জানিয়েছিল। এর মধ্যে জাতীয় পার্টিসহ ১০টি দল অংশ নেয়।

তবে, জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরীক গণফোরাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন জোটের শরীক বাংলাদেশ জাতীয় পার্টি এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ এই বৈঠকে অংশ নেয়নি।

Comments

The Daily Star  | English

Battery-run rickshaw drivers block traffic in different parts of Dhaka

They took to the streets in the Agargaon, Mohammadpur, Jatrabari, and Jatiya Press Club areas

7m ago