যারা পদ্মা সেতুর বিরোধিতা করে তারা জাতীয় কুলাঙ্গার: আমু

আমির হোসেন আমু। ছবি: সংগৃহীত

বিএনপির সমালোচনা করে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু বলেছেন, 'যারা দেশের উন্নয়নের বিরোধিতা করে, যারা পদ্মা সেতুর বিরোধিতা করে তারা জাতীয় কুলাঙ্গার।'

আজ শনিবার বিকেলে রাজধানীর ২৩ নম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আয়োজিত ১৪ দলের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সমাবেশে আমু বলেন, '১৯৭১ সালে ১৬ ডিসেম্বরের বিজয় উৎসবের পর বাঙালি জাতির জীবনে আরেকটি বিজয় উৎসব হবে আগামী ২৫ জুন।'

তিনি বলেন, 'বিশ্ব ব্যাংককে ফিরিয়ে দিয়ে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ব্যর্থ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্যে দিয়ে শেখ হাসিনা আজ প্রমাণ করেছেন, বাঙালি জাতি যা ইচ্ছে করে তা করতে পারে।'

সমাবেশে আরও বক্তব্য রাখেন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

পরে বিজয় মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

Comments

The Daily Star  | English

HMPV detected in Bangladesh

30-yr-old from Kishoreganj undergoing treatment

2h ago