পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল আদায়ের প্রশিক্ষণ শুরু
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজাতে টোল আদায়ের জন্য স্টাফদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এ ছাড়া, পরীক্ষামূলকভাবে টোল প্লাজা পার হচ্ছে প্রকল্পের বিভিন্ন গাড়ি।
শুক্রবার বিকাল ৪টা থেকে সেতুর কাজে ব্যবহৃত প্রকৌশলীদের ৫-৬টি গাড়ি টোল প্লাজা পার হয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি বলেন, 'আগামী ৭ দিন টোল প্লাজায় যারা কর্মরত আছেন তাদের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। যেন সেতু চালু হলে কোনো টোল প্লাজা পার হতে যানবাহনগুলোর অসুবিধা যেন না হয়। টোল আদায়ে কোনো প্রক্রিয়াগত সমস্যা থাকলে যেন আগেই শনাক্ত হয়। এজন্য ৫-৬টি গাড়ি একাধিকবার টোল প্লাজা পার হয়েছে। প্রায় ১০০টির বেশি টোল পরিশোধ স্লিপ কাটা হয়েছে। স্লিপগুলোতে প্রিন্টিং ঠিকঠাক ছিল কিনা সেটিও দেখা হয়। সময় কেমন লাগছে এটিও দেখা হয়। মনিটর স্ক্রিনে গাড়ির ছবি ঠিকমত প্রদর্শিত হচ্ছে কিনা পাশাপাশি যেসব মেশিন ব্যবহার হয়েছে তাও পরীক্ষা করা হয়। উদ্বোধনের আগে প্রশিক্ষণের মাধ্যমে টোল প্লাজায় কর্মরত স্টাফরা আরও দক্ষ হয়ে উঠবে।'
তিনি আরও বলেন, 'যেসব গাড়ি টোল প্লাজা পার হয়েছে এসব মূল সেতু অতিক্রম করেনি। শুধু টোল প্লাজা অতিক্রম করেছে। আর কোনো টোলের টাকাও পরিশোধ করতে হয়নি। এখানে শুধু টেস্ট করা হয়েছে।'
Comments