সুস্থ হয়ে উঠছে বাজারে পড়ে থাকা আহত ঘোড়াটি

ছবি: সংগৃহীত

এক সপ্তাহ ধরে চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বাজারে পড়ে ছিল আহত ঘোড়াটি। পায়ে ক্ষত, হাঁটতে পারছিল না। না খেয়ে অসুস্থ হয়ে পড়ছিল আরও। কিন্তু এখন চিকিৎসা ও সেবা-যত্ন পেয়ে ঘোড়াটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। 

পূর্ণ সুস্থতা নিশ্চিত হলেই একজনকে ঘোড়াটিকে লালন-পালনের দায়িত্ব দেওয়া হবে হবে বলে জানিয়েছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান।

স্থানীয়রা জানান, পা জখম হওয়ার পর প্রাণীটিকে কেউ স্থানীয় করেরহাট বাজারে ফেলে যায়। হাঁটতে অক্ষম ঘোড়াটি এরপর থেকে গত এক সপ্তাহ ধরে বাজারে পড়ে ছিল। না খেয়ে দিন দিন গুরুতর অসুস্থ হয়ে পড়ছিল প্রাণীটি। সম্প্রতি এই ঘোড়ার কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর ইউএনও সেটির চিকিৎসায় এগিয়ে আসেন।

ইউএনও মো. মিনহাজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'করেরহাট বাজারের কয়েকজন ব্যবসায়ী ঘোড়াটির ব্যাপারে আমাকে জানান। এরপর গতকাল বুধবার সেটির চিকিৎসার ব্যবস্থা করি।'

'অনেক খোঁজাখুঁজি করেও ঘোড়াটির মালিকের খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় একজন ব্যক্তি ঘোড়াটি পালনে আগ্রহ প্রকাশ করেছেন। সুস্থ হলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ঘোড়াটি লালন-পালনের জন্য ওই ব্যক্তিকে দেওয়া হবে', যোগ করেন তিনি।

বাদামি রঙের ঘোড়াটির আনুমানিক ওজন ৯০ কেজি। এর বয়স প্রায় ১০ বছর।

মিরসরাই উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার (প্রাণিস্বাস্থ্য) মীর মো. ওবাইদ উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘোড়াটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ডান পায়ে ক্ষত থাকায় এটি ঠিকমতো হাঁটতে পারছে না। আমরা ৫ দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছি। আশা করি, এই সময়ের মধ্যে ঘোড়াটি সুস্থ হয়ে উঠবে।'

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

15h ago