৪৭ শতাংশ ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী জয়ী

দেশব্যাপী ১৩১ ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল বুধবারের নির্বাচনে ৬১ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের ইউপি নির্বাচনের সমন্বয়ক মো. মিজানুর রহমানের সই করা নির্বাচনের ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।

এতে দেখা যায়, ১৩১ ইউপির মধ্যে ৬৮টিতে অর্থাৎ ৫২ শতাংশ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এবং স্থগিত হয়েছে ১টি ইউপি নির্বাচন।

বুধবার দেশের ৩৩ জেলার ৫৭ উপজেলার ১৩১টি ইউনিয়নের মধ্যে ১২৫টিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English

The story of Hamid’s exit

Further details regarding the exit of former president Mohammed Abdul Hamid suggest he breezed through the airport before quietly departing for Thailand.

9h ago