৭ম ধাপে ৬৪ শতাংশ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

গতকাল সোমবার অনুষ্ঠিত ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৪ শতাংশ স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। ৩০ শতাংশ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ৭ম ধাপের ইউপি নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশ করেছে।

এতে ১৩৪টি ইউনিয়ন পরিষদের বেসরকারি ফলাফল জানানো হয়। এগুলো মধ্যে ৮৬টি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী এবং ৪০টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছে।

এছাড়া জাতীয় পার্টি মনোনীত ৩ জন এবং জাতীয় পার্টির (জেপি) মনোনীত ১ জন প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। দলীয় মনোনয়ন না পাওয়ায় তারা স্বতন্ত্র প্রার্থীও হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

সাত ধাপে এ পর্যন্ত ৪ হাজার ২৭টি ইউপির অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে ইসি। এর মধ্যে ২ হাজার ১৭২টি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং ১ হাজার ৭৭৮টি ইউপি তে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।

Comments

The Daily Star  | English

Dhanmondi 32 demolition continues

An excavator is being used to tear down the structure

21m ago