পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বিদ্যুৎ সংযোগে জ্বলল ২০৫ বাতি

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সংযোগে যুক্ত হয়ে পদ্মা সেতুর ২০৫টি ল্যাম্পপোস্টে ১৭৫ ওয়াটের এলইডি বাতি জ্বলেছে। প্রায় ৩ ঘণ্টা ধরে এসব বাতি জ্বলে। মাওয়া প্রান্তের ভায়াডাক্টসহ মূল সেতুর ১ নম্বর থেকে ২১ নম্বর পিলার পর্যন্ত এসব বাতি জ্বালানো হয়।

আজ সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পরীক্ষামূলকভাবে এসব বাতি জ্বালিয়ে রাখা হয়।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) সাদ্দাম হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'এই প্রথম মাওয়া প্রান্তের ২০৫টি ল্যাম্পপোস্টের বাতি পল্লী বিদ্যুতের সংযোগের সঙ্গে যুক্ত করা হয়। প্রতিটি বাতি সফলভাবে জ্বলেছে। সেতুর বাকি ল্যাম্পপোস্টের বাতি আগামীকাল জ্বালানো হতে পারে।'

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার এ এইচ এম মোবারক উল্ল্যা জানান, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৮০ কিলোওয়াটের সাব স্টেশনের মাধ্যমে ল্যাম্পপোস্টের বাতি জ্বলেছে। অস্থায়ী সাবস্টেশনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এসব বাতি জ্বলেছে। যেসব বাতি জ্বলেছে এতে প্রায় ৩০-৩৫ কিলোওয়াট বিদ্যুৎ ব্যয় হয়েছে।

উল্লেখ্য, গত ৪ জুন পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো শুরু হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। ভায়াডাক্ট থেকে সেতুর টোল প্লাজা পর্যন্ত আলোকিত করতে মাওয়া প্রান্তে ১০৩টি ল্যাম্পপোস্ট ও জাজিরা প্রান্তে ৯৭টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। ২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়। মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয় ১৮ এপ্রিল।

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago