প্রতিক্রিয়া

‘এফবিসিসিআই কালো টাকা সাদা করার সুযোগকে সমর্থন করে না’

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন বলেছেন, এফবিসিসিআই কালো টাকা সাদা করার সুযোগকে সমর্থন করে না, কারণ এটি সৎ ব্যবসায়ীদের নিরুৎসাহিত করবে। তদুপরি এ ধরনের সুযোগ মানুষকে বিদেশে টাকা পাচার করতে উৎসাহিত করতে পারে।

আজ শনিবার এফবিসিসিআই মিলনায়তনে বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জসিম উদ্দিন বলেন, 'একজন সৎ করদাতা যখন তার নিয়মিত ২৫ শতাংশের পরিবর্তে মাত্র ৭ শতাংশ করের বিনিময়ে টাকা সাদা করতে দেখবেন, তখন তিনি অর্থ পাচারকেই সবচেয়ে বেশি সুবিধাজনক বলে বিবেচনা করবেন।'

'হয়তো সরকার আপাতত কিছু পাচারকৃত ডলার যেন ফিরে আসে সেজন্য এ উদ্যোগ নিয়েছে। তবে এর দীর্ঘমেয়াদি দিকও ভাবা প্রয়োজন', বলেন তিনি।

বাজেটে সরকারকে বেশ কিছু ব্যবসাবান্ধব পদক্ষেপ গ্রহণের জন্য স্বাগত জানিয়েছে দেশের শীর্ষ এ ব্যবসায়ী সংগঠন।

তবে সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপের বিরোধিতাও করেছে এফবিসিসিআই।

Comments

The Daily Star  | English

Netanyahu now a wanted man

ICC issues arrest warrants for the Israeli PM, his former defence chief for war crimes and crimes against humanity; 66 more killed in Gaza

16m ago