পড়শী-ফারহানের ‘শাদী মোবারক’
সংগীতশিল্পী সাবরিনা পড়শী গানের পাশাপাশি অভিনয় করেন। আগামী ঈদুল আযহায় তাকে দেখা যাবে মুশফিক আর ফারহানের বিপরীতে 'শাদী মোবারক' নাটকে।
ঈদুল ফিতরে 'মারিয়া ওয়ান পিস' নাটকে অভিনয় করেছিলেন পড়শী। তার বিপরীতে ছিলেন কলকাতার ঋশি কৌশিক।
মাহমুদ মাহিন পরিচালিত 'শাদী মোবারক' নাটকের গল্প এগিয়েছে একজন প্রবাসীর দেশে ফেরা, বিয়ে ও দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে।
পড়শী বলেন, 'শাদী মোবারক নাটকটির গল্প বেশ চমৎকার। আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। এ কারণেই নাটকটিতে অভিনয় করেছি।'
তিনি আরও বলেন, 'মুশফিক আর ফারহান একজন দারুণ অভিনেতা। তার অনেক কাজই দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার আশা করছি আমাদের জুটির এই নাটকটিও দর্শকদের ভালো লাগবে। ভালো গল্প, চরিত্র হলে নিয়মিত অভিনয় করতে আপত্তি নেই।'
Comments