নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নারায়ণগঞ্জ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শহরের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ৩ জন হলেন- বাসন্তী রানী ঘোষ, মনি রানী ঘোষ ও বিমলা রানী ঘোষ। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'তাদের ভাড়া বাড়ির মূল গেট বিদ্যুতায়িত হয় গেলে প্রথমে এক নারী বিদ্যুতের সংস্পর্শে এলে অন্য ২ জন তাকে উদ্ধার করতে যান। এ সময় ৩ জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এসকে ফরহাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিদ্যুৎস্পৃষ্টে ৩ নারী মারা গেছে। তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।'

Comments