টুইটার চুক্তি থেকে সরে আসার হুমকি ইলন মাস্কের

ইলন মাস্ক। ছবি: রয়টার্স ফাইল ফটো

বহুল আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছেন টেসলা ও স্পেসএক্স সিইও ইলন মাস্ক।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ব্যবহারকারীদের 'তথ্য সংক্রান্ত জটিলতার অভিযোগ এনে তা কেনার চুক্তি থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন মাস্ক।

এতে আরও বলা হয়, সংস্থাটিকে এক চিঠিতে মাস্ক জানিয়েছেন, টুইটারের স্প্যাম অ্যাকাউন্ট নিয়ে তার কাজ করার কথা। গত কয়েক সপ্তাহেও বিষয়টির সুরাহা না হওয়ায় তিনি চুক্তিটি 'স্থগিত'র ঘোষণা দিয়েছেন।

তবে টুইটার নিজেদের পক্ষে অবস্থান নিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মাস্ককে টুইটারের পক্ষে থেকে জানানো হয়, প্ল্যাটফর্মটিতে দৈনিক ব্যবহারকারীদের মধ্যে স্প্যাম ও ফেক অ্যাকাউন্টের সংখ্যা ৫ শতাংশের কম। তবে তিনি মনে করেন, প্রকৃত সংখ্যাটি এর চেয়ে অনেক বেশি।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলেও 'টুইটারের আভ্যন্তরীণ' তথ্য ও প্রতিষ্ঠানের গোপনীয়তার কথা তুলে তা পরিষ্কার করেননি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা।

চিঠিতে বলা হয়, 'সংস্থাটি এখন পর্যন্ত যে আচরণ করছে বা সংস্থাটির সঙ্গে এখন পর্যন্ত যে ধরনের যোগাযোগ হয়েছে, তার ভিত্তিতে ইলন মাস্ক মনে করেন যে সংস্থাটি সচেতনভাবে তাকে তথ্যের অধিকার থেকে বঞ্চিত করছে।'

সংস্থাটির বার্তায় বলা হয়েছে, 'চুক্তির শর্ত অনুযায়ী মাস্ককে টুইটার নিয়মিতভাবে তথ্য সরবরাহ করছে এবং করবে।'

প্রতিবেদনে আরও বলা হয়, মাস্ক চুক্তি থেকে সরে এলে আইন অনুযায়ী তাকে ১ বিলিয়ন ডলার 'ক্ষতিপূরণ' দিতে হবে।

Comments

The Daily Star  | English

Army vows legal action against personnel involved in enforced disappearances

The army's remark comes in the wake of a recent report by the United Nations Working Group on enforced or involuntary disappearances

15m ago