বাঁচাতে গিয়ে জীবন দিলেন যারা তাদের প্রতি শ্রদ্ধা

ফায়ার ফাইটারদের প্রতি শ্রদ্ধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের ৯ জন কর্মী।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের মোট ৯ জন কর্মী মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন ৩ জন।

নিহত ৯ জন হলেন—কুমিরা ফায়ার স্টেশনের লিডার মিঠু দেওয়ান (রাঙ্গামাটি), ফায়ারফাইটার মো. রানা মিয়া (মানিকগঞ্জ), আলাউদ্দিন (নোয়াখালী), শাকিল তরফদার ও নার্সিং অ্যাটেনডেন্ট মনিরুজ্জামান (কুমিল্লা), সীতাকুণ্ড ফায়ার স্টেশনের লিডার নিপন চাকমা (রাঙ্গামাটি), ফায়ারফাইটার রমজানুল ইসলাম (শেরপুর), মো. ইমরান হোসেন মজুমদার ও সালাউদ্দিন কাদের চৌধুরী (ফেনী)।

আর নিখোঁজ ৩ জন হলেন—ফায়ারফাইটার মো. রবিউল ইসলাম, ফরিদুজ্জামান ও শফিউল ইসলাম।

একটি অগ্নিকাণ্ডের ঘটনায় এত অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যুর এমন ঘটনা আগে কোনোদিন ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী ফায়ার সার্ভিসের এসব কর্মীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান।

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

2h ago