সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণ চেষ্টা: গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃত ৩ আসামি। ছবি: সংগৃহীত

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণ চেষ্টায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন ।

গ্রেপ্তারকৃতরা হলেন— নগরীর কাউনিয়া এলাকার মো. মামুন সিকদার ওরফে ছিডা মামুন, নুরুন মোমেন ওরফে কোটন, নগরীর নতুল্লাবাদ এলাকার মো. মাহমুদ ওরফে রিয়াজ।

এনামুল হক বলেন, সাংবাদিক অপূর্বর ওপর সন্ত্রাসী হামলা ও জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়৷ এরপর আমরা ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযানে নামি। গোপনসূত্রে খবর পেয়ে পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, আমরা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিক ভাবে ঘটনার কারণ এখনো সুনিশ্চিত হওয়া যায়নি। মূল হোতাদের ধরতে পারলে পুরো রহস্যের জট খুলবে।

এর আগে ২৯ মে বিকেল সাড়ে ৩টায় সময় টিভির বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণ চেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার পরপরই বরিশালসহ সারাদেশে সাংবাদিকরা প্রতিবাদ শুরু করে।  

Comments

The Daily Star  | English

JnU students, teachers call off protest after assurances

All the activities of the university will resume from tomorrow

3h ago