শ্যামনগরে অপহৃত নারী উদ্ধার, ‘যুবদল নেতা’ গ্রেপ্তার

মাসুম বিল্লাহ ও মো. জাকিরিয়া (বাম থেকে) | ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অপহরণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে মো. জাকারিয়া (২৬) যুবদল নেতা ও অন্যজন মাসুম বিল্লাহ (২৩) তার সহযোগী। তাদের বিরুদ্ধে এক নারীকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে মামলা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপহৃত নারীকে উদ্ধার এবং রোববার দিবাগত ভোররাতে উপজেলার গোমানতলী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিন আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জাকারিয়ার বাড়ি শ্যামনগর উপজেলার মাজাট গ্রামে। তার বাবার নাম জান্নাতুল খাঁ। পুলিশ জানিয়েছে, তিনি শ্যামনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। মাসুম বিল্লাহ মাজাট গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

হুমায়ুন কবীর বলেন, 'রামজীবনপুর গ্রামে খালুর বাড়িতে এসে রোববার সন্ধ্যায় ওই নারী অপহরণের শিকার হয়েছিলেন। বাড়ির সামনের রাস্তা থেকে সাত-আটজন তাকে তুলে নিয়ে যায় এবং তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করেছি।'

মামলার তদন্তকারী কর্মকর্তা এম সজীব আহমেদ জানান, ওই নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনের নামে মামলা করেছেন।

'বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে,' বলেন সজীব।

যোগাযোগ করা হলে শ্যামনগর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক মো. শামছুদ্দোহা বলেন, 'জাকিরিয়া কমিটির সদস্য ছিলেন। কিন্তু দুই থেকে আড়াই মাস আগে দলের শৃঙ্খলাবিরোধী কাজ করায় তাকে বহিষ্কার করা হয়েছে। আবার শুনছি তিনি একটা অপরাধ করেছেন।'

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

2h ago