বরিশালে গাছ কাটা নিয়ে হাতাহাতি, ২ বৃদ্ধের মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের তেতুলতলায় বিবাদমান জমির গাছ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া, হাতাহাতি ও উত্তেজনার পর অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

তারা হলেন—চিত্তরঞ্জন দত্ত (৬২) ও আবদুল হক (৬০) ।

পুলিশ জানায়, হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। বুধবার রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত ঝগড়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশলী আর্শাদ জানান, বিবাদমান জমিতে একটি গাছ কাটা কেন্দ্র করে ২ পক্ষ ঝগড়া থেকে হাতাহাতিতে জড়িয়ে পরে। এতে স্থানীয় চিত্তরঞ্জন ও আবদুল হক উভয়ই আক্রান্ত হন। এক পর্যায়ে চিত্তরঞ্জন অসুস্থ বোধ করলে বাড়ি যায়। পরে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একঘণ্টা পর আবদুল হককে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাকিব হাসান জানান, রাত ১০টা ৫ মিনিটে চিত্তরঞ্জন ও ১১টা ১০ মিনিটে আবদুল হককে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে ভর্তির আগেই তাদের মৃত্যু হয়।

উজিরপুর থানার ওসি আলী আর্শাদ বলেন, ময়না তদন্ত ছাড়া আমরা কিছু বলতে পারছি না। এ ঘটনায় আমরা ২ জনকে জিজ্ঞাসাবাদ করেছি। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

8m ago