প্রবৃদ্ধির পূর্বাভাস ১.২ শতাংশ কমাল ফিচ সলিউশন

নতুন অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ফিচ রেটিং-এর সহযোগী প্রতিষ্ঠান ফিচ সলিউশনস গ্রুপ লিমিটেড। 

এর আগের দেওয়া পূর্বাভাস থেকে ১ দশমিক ২ শতাংশ কমিয়ে নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে। আগে যেখানে ৭ দশমিক ৭ শতাংশের কথা বলা হয়েছিল।

এ বিষয়ে ফিচ সলিউশন জানিয়েছে, নানামুখি প্রতিবন্ধকতার কারণে অর্থনীতির গতি মন্থর হতে পারে।'

তবে, অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বাভাবিক অবস্থা ফিরে আসায় এ ক্ষেত্রে কিছুটা স্বস্তি আসা উচিত বলেও জানানো হয়েছে।

চলতি অর্থবছরের জুন মাস শেষে অর্থনীতি ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে ধারণা করে বিবিএস। 

   

 

Comments

The Daily Star  | English

Interim govt not taking action following white paper: Economists

The makers of the white paper criticised the government for increasing value-added tax

17m ago