জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫০ শতাংশ

স্টার অনলাইন গ্রাফিক্স

আগামী ২০২২-২৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ তথ্য জানান।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং করোনা-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়টি বিবেচনা করে অর্থমন্ত্রণালয় প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিক্স (বিবিএস) সম্প্রতি জানিয়েছে, চলতি বছরের জিডিপি ৭ দশমিক ২৫ শতাংশ।

চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল ৭ দশমিক ২৫ শতাংশ।

২০১৮-১৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৮ শতাংশ এবং মহামারির কারণে ২০১৯-২০২০ সালে তা কমে ৩ দশমিক ৪৫ শতাংশে এসেছিল।

Comments

The Daily Star  | English

Over 102,000 annual deaths in Bangladesh linked to air pollution

Study also finds air pollution behind 266 million sick days every year hurting the economy

50m ago