অধিনায়কত্বে বদল আনতে চান না বিসিবি প্রধান

mominul haque & nazmul hasan papon

টানা রান খরায় থাকা মুমিনুল হকের টেস্ট অধিনায়কত্বের পদ নিয়ে আলোচনার মাঝে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে তারা উদ্বিগ্ন নন। দ্য ডেইলি স্টারের সঙ্গে একান্ত আলাপে বোর্ড সভাপতি জানান, কেবল টেস্ট অধিনায়ক কেন, এই মুহূর্তে কোন জায়গাতেই বদল আনার ভাবনা নেই তাদের।

গত কয়েক টেস্ট ধরে রান খরায় থাকা মুমিনুল শ্রীলঙ্কার বিপক্ষেও নিজেকে মেলে ধরতে পারেননি। তিন ইনিংসে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি একবারও। দলের ব্যাটিং ধসের মিছিলে ছিলেন তিনিও। ঢাকায় দ্বিতীয় টেস্টে লঙ্কানদের কাছে হারের পর মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে তাই উঠে প্রশ্ন। তার সঙ্গে খোলামেলা আলোচনার কথা সেদিনই জানান বোর্ড প্রধান। টেস্ট শেষে কিছুটা আলাপও হয়। বাকি আলাপ বোর্ড প্রধানের ভারত সফর শেষে করার কথা ছিল।

সোমবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, অধিনায়কত্বের প্রভাব মুমিনুলের ব্যাটিংয়ে পড়তে পারে। মুমিনুল এই চাপ সরাতে চান কিনা জানতে চাইবেন তারা। এরপরই গুঞ্জন রটে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অধিনায়কত্ব হারাচ্ছেন মুমিনুল।

তবে মঙ্গলবার ডেইলি স্টারকে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন বোর্ড প্রধান, 'আমি কোচদের নিয়ে বসেছিলাম। ওদের সবার সঙ্গেই কথা হয়েছে। আমি মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে উদ্বিগ্ন না। ওর অধিনায়কত্ব নিয়ে কোচদের কারো কাছ থেকেও কোন সমস্যা পাইনি। অধিনায়কত্ব নিয়ে আমাদের উদ্বেগ নাই।'

'ব্যাপারটা হচ্ছে ও রান পাচ্ছে না। এমনিতে রান না পাওয়া একজন ব্যাটসম্যানের জন্য চিন্তার। অধিনায়ক রান না পেলেও সেটা কতটুকু কষ্টের। ও একটা মেন্টাল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। ওর সঙ্গে টেস্টের পর পরই কথা বলার পর বলেছি, "মুমিনুল তোমার ব্যাটিং উন্নত কর। তোমার উপর আমাদের ভরসা আছে।  সর্বোচ্চ সেঞ্চুরি করেছ, ১১টা সেঞ্চুরি করেছ।" ও আসবে আমার সঙ্গে কথা বলবে, দেখা করবে।'

বোর্ড প্রধান জানান, কেবল মুমিনুল না। আপাতত কোন জায়গাতেই বদলের চিন্তা নেই তাদের, 'আমরা কেউ চাই না। আমি অন্তত চাই না(অধিনায়কত্ব বদল)। এটা নিয়ে আমার মাথায় কোন দুশ্চিন্তা নেই। আগেও আমাকে প্রশ্ন করা হয়েছিল। একবার আমাকে রিয়াদের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন করা হয়েছিল, আমি বলেছি কোন সমস্যা নাই। অধিনায়কত্ব নিয়ে কোন সমস্যা নেই। ও (মুমিনুল) নিজে বলুক ও কি করতে চায়।'

মুমিনুলের বিকল্প হিসেবে সাকিবের নাম এসেছে কিছু গণমাধ্যমে। তবে সাকিবকে অধিনায়ক করতে হলে তার খেলা-না খেলার অনিশ্চয়তা নিয়ে চিন্তায় পড়ে যায় বিসিবি। সাকিব প্রশ্নে তাই সেই অনিশ্চয়তার কথাই বললেন তিনি,  'শুনলাম, একজন আমাকে বলছে সাকিবের কথা। ব্যাপারটা হচ্ছে সাকিব তো তিনটারই ছিল (তিন ফরম্যাটের অধিনায়ক)। সাকিব তো হতেই পারে। কিন্তু তার আগে তো আমাকে জানতে হবে সাকিব খেলবে কিনা। ও কোনটা খেলবে কোনটা খেলবে না? অধিনায়ক হলে তো এটা করা যাবে না। আগে জানতে হবে ওর পরিকল্পনা কি?'

'সাকিবের একটা জিনিস আমি জানি না। কখন বলবে আমি খেলব না। শেষ মুহূর্তে বলবে আমি খেলব না। এইগুলা হলে তো সমস্যা। ওকে অধিনায়ক করতে হলে ওর সঙ্গে তো বসতে হবে। এটা খেলব না, ওটা খেলব না এটা তো হবে না।''

'সাকিব ছাড়াও অনেকের নাম এসেছে। এটা তো বুঝেশুনে নিতে হবে। এটা হুট করে নেওয়ার মতো না।'

নাজমুল জানান, ২ জুন আগামী বোর্ড সভার এজেন্ডাতেও নেই টেস্ট অধিনায়কত্বের বিষয়। তবে কেউ এই ব্যাপারে আলোচনা তুললে এবং যৌক্তিক কিছু পাওয়া তখন সেটা গ্রহণ করা হতে পারে।

Comments

The Daily Star  | English
special security for foreign investors in Bangladesh

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

3h ago