যেভাবে তৈরি হয়েছিল চট্টগ্রাম ওয়ার সিমেট্রি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত এখনো ছড়িয়ে আছে সারাবিশ্বে। চট্টগ্রাম ছিল ওই যুদ্ধের এক গুরুত্বপূর্ণ রণাঙ্গন। জাপানের আগ্রাসী মনোভাব, মিয়ানমার দখলে নেওয়া ও ভারতে প্রবেশ রুখতে সে সময় চট্টগ্রাম শহরকে পরিণত করা হয় যুদ্ধ-নগরীতে।

গুরুত্বপূর্ণ ফ্রন্ট হওয়ায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলে যুদ্ধে প্রাণ দিতে হয়েছে অসংখ্য যোদ্ধাকে। যুদ্ধপরবর্তী সময়ে তাদের সমাহিত করা হয় চট্টগ্রামের এই ওয়ার সিমেট্রিতে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নির্মিত চট্টগ্রাম ওয়ার সিমেট্রির ইতিহাস নিয়ে আজকের স্টার নিউজ প্লাস।

Comments