শাহজালালে কাস্টম কর্মকর্তাদের বিএফসিসিতে প্রবেশে বাধা, ৮ কেজি স্বর্ণসহ কর্মী আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধার মুখে বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) এক কর্মীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা।
কাস্টম হাউসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারে কর্মরত একজনের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে বলে খবর পায় কাস্টম কর্মকর্তারা। খবর পেয়ে তারা দুপুর ১টার দিকে ক্যাটারিং সেন্টারে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েন। এরপর জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর মাধ্যমে বিমানের ক্যাটারিং সেন্টারে প্রবেশ করে সেখানকার কর্মী মো. আব্দুল আজিজ আকন্দকে আটক করে। তার শরীরের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
আব্দুল আজিজ আকন্দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাস্টম কর্মকর্তারা।
Comments