কংগ্রেসকে আগ্নেয়াস্ত্র সুরক্ষা আইন পাসের আহ্বান বাইডেনের
কংগ্রেসকে আগ্নেয়াস্ত্র সুরক্ষা আইন পাসের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগ্নেয়াস্ত্র আইন প্রতিটি ট্র্যাজেডি প্রতিরোধ না করলেও কাজ করে এবং ইতিবাচক প্রভাব ফেলে।
আজ বুধবার তিনি টুইটারে এ কথা বলেন।
`আমরা জানি, আগ্নেয়াস্ত্র আইন প্রতিটি ট্র্যাজেডিকে প্রতিরোধ করতে পারে না এবং করবে না ৷ কিন্তু আমরা এটিও জানি, এগুলো কাজ করে এবং ইতিবাচক প্রভাব ফেলে৷ যখন আমরা হামলার অস্ত্রের নিষেধাজ্ঞা পাস করেছিলাম, তখন গণ গুলির ঘটনা কমে যায় ৷ পরে যখন আইনের মেয়াদ শেষ হয়, তখন এ ধরনের ঘটনা ৩ গুণ বেড়ে যায়।'
জো বাইডেন গতকাল রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই ধরনের মন্তব্য করেন বলে জানিয়েছে সিএনএন।
এদিকে, সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার সিনেটের ফ্লোরে বলেছেন, তিনি অদূর ভবিষ্যতে কোনো আগ্নেয়াস্ত্র আইন আনবেন না। কারণ তিনি জানেন, রিপাবলিকানদের বিরোধিতার কারণে এই বিল পাস হবে না।
Comments