একদিনে ২ শতাংশের নিচে নামতে পারবে না শেয়ারের দাম
শেয়ারের দাম কমার সর্বোচ্চ সীমা বা সার্কিট ব্রেকার ২ শতাংশে বেঁধে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এতদিন পর্যন্ত শেয়ারের দাম একদিনে ৫ শতাংশ পর্যন্ত কমতে পারত, আর আগামীকাল বৃহস্পতিবার থেকে সার্কিট ব্রেকারের কারণে ২ শতাংশের চেয়ে কমতে পারবে না। আজ এক আদেশের মাধ্যমে বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে শেয়ার দরবৃদ্ধিতে সাধারণ সময়ের মতোই ১০ শতাংশ পর্যন্ত শেয়ারের দাম বাড়ার অনুমতি থাকবে।
বিএসইসি গত মার্চে প্রথম সার্কিট ব্রেকারে পরিবর্তন আনে। তখন শেয়ারের দাম ১০ শতাংশের পরিবর্তে ২ শতাংশ কমার ব্যাপারে সার্কিট ব্রেকার নির্ধারণ করা হয়। পরে এপ্রিলে সেটি কিছুটা বাড়িয়ে ৫ শতাংশ পর্যন্ত অনুমোদন দেওয়া হয়।
গত ১১ কর্মদিবসে ডিএসইর বেঞ্চমার্ক সূচক ৫১১ পয়েন্ট কমেছে। শেয়ারবাজারে সূচকের পতনের মধ্যে সার্কিট ব্রেকার নিয়ে নতুন সিদ্ধান্ত কার্যকর করা হলো।
Comments